সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ
প্রকাশিত এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, দাম্ভিক শক্তিগুলো
স্বাধীন দেশগুলোর ইচ্ছাকে দমন করতে যেসব হাতিয়ার ব্যবহার করে সেগুলোর মধ্যে
রয়েছে, প্রভাব বিস্তার, অভ্যুত্থান, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং হার্ড ও সফট
যুদ্ধ।
১৯৫৩ সালের ১৯ আগস্ট মোতাবেক ফার্সি ২৮ মোরদাদ তারিখে তৎকালীন শাহী সেনারা ইঙ্গো-মার্কিন সহযোগিতায় মোসাদ্দেক সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে মোহাম্মদ রেজা পাহলাভিকে পুনরায় ক্ষমতায় বসায়।ওই অভ্যুত্থানে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬ কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই অভ্যুত্থানের পর্যালোচনায় দেখা যায়, স্বাধীনচেতা ও স্বাধীনতাকামী জাতিগুলোকে দমন করার জন্য সাবেক ও বর্তমান সাম্রাজ্যবাদী শক্তিগুলোর একটি অভিন্ন নীতি রয়েছে।#
342/